মেট্রো পরিষেবা চালু

কলকাতায় ১৬ জুলাই থেকে জনসাধারণের জন্য চালু হয়েছে মেট্রো।

পরিষেবা সোম থেকে শুক্র

সোম থেকে শুক্রবার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে মেট্রো

বাড়ছে ট্রেনের সংখ্যা

আগামীকাল, সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা।

২০৮টি মেট্রো

১৯ জুলাই থেকে ১৯২টি মেট্রোর বদলে ২০৮টি মেট্রো চলবে।

সকাল-সন্ধেয় বাড়তি মেট্রো

সকাল ও সন্ধেবেলা যাত্রীদের সামলাতে অতিরিক্ত ১৬টি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত।

৬ মিনিট অন্তর

সকাল ও সন্ধেবেলার ব্যস্ত সময়ে প্রতি ৬ মিনিট অন্তর মেট্রো পরিষেবা।

সকাল ৮টা থেকে পরিষেবা

প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টায়।

শেষ মেট্রোর সময়

সন্ধে ৭টা ৪৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে এবং রাত ৮টায় কবি সুভাষ থেকে।

শনিবার স্পেশ্যাল মেট্রো

শনিবার শুধুমাত্র অত্যাবশ্যকীয় কাজের সঙ্গে যুক্তদের জন্য চলবে মেট্রো।

শনিবার কত মেট্রো?

শনিবার মোট ১০৪টি মেট্রো চলবে।