বাংলাদেশের বিয়েবাড়ির নিমন্ত্রণরক্ষা করতে গিয়েছিলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের সাজের নতুন ছবি শেয়ার করে নিয়েছেন যশ দাশগুপ্ত বিয়েবাড়িতে স্টিচড ধুতি, বন্ধগলা কোট পরেছিলেন যশ। তবে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে কোনও ছবি শেয়ার করেননি যশ ও নুসরত সূত্রের খবর, ‘গান বাংলা চ্যানেল’-এর কর্ণধার ফারজানা মুন্নির মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশে গিয়েছিলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় নুসরত জাহান ভাগ করে নিয়েছেন বিয়ে বাড়ির নতুন ছবি নীল লেহঙ্গায় অপরূপা টলিউড অভিনেত্রী নুসরত জাহান। খোলা চুলে ফুলের সাজ। গাঢ় নীল লেহঙ্গার ওপর রুপোলি কাজ করা লেহঙ্গা চোলি বেছে নিয়েছিলেন নুসরত। সঙ্গে ভারি গয়না বেছে নিয়েছিলেন তিনি। মাথায় ছিল ফুলের সাজও। ‘গান বাংলা চ্যানেল’-এর নাচ ময়ূরী নাচ’ মিউজিক ভিডিয়োয় দেখা গিয়েছিল নুসরত জাহানকে বিয়েবাড়িতে সাজের ছবি শেয়ার করে নিয়েছিলেন মিমিও। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নুসরত বা যশের সঙ্গে কোনও ছবি ভাগ করে নেননি তিনি।