আজ জন্মদিন বলিউড তারকা আমির খানের, দেখে নেওয়া যাক তাঁর সেরা কিছু ছবি কুস্তিগীর মহাবীর সিংহ ফোগটের চরিত্রে 'দঙ্গল' ছবিতে অভিনয় করেন আমির খান রুপোলি পর্দায় আমির খানকে প্রথমবার নায়কের চরিত্রে দেখা যায় 'কয়ামত সে কয়ামত তক' ছবিতে মাধুরী দীক্ষিতের সঙ্গে জুটি বেঁধে 'দিল' ছবিতে অভিনয় করেন আমির খান 'গুলাম' ছবিতে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধেন আমির খান 'সারফারোস' ছবিতে কড়া পুলিশ অফিসার 'অজয় সিংহ রাঠোর'-এর চরিত্রে অভিনয় করেন 'লগন' ছবির জন্য একাধিক পুরস্কার পান আমির খান 'তারে জমিন পর' ছবিতে ক্যামেরার সামনে আমির খান ক্যামেরার পিছনেও আমির খান তিন বন্ধুর গল্প 'থ্রি ইডিয়টস' আজও মিস করতে চান না কোনও দর্শক 'পিকে' ছবিতে এলিয়েনের ভূমিকায় দেখা যায় আমির খানকে