হোলিতে ত্বকের সুরক্ষা

দরজায় কড়া নাড়ছে হোলি। ছোট থেকে বড় প্রত্যেকেই এই দিনটায় উৎসবে মেতে ওঠেন।

হোলিতে ত্বকের সুরক্ষা

বিশেষ এই দিনে রং খেলায় মেতে ওঠেন সকলে। কিন্তু, দোকান থেকে কেনা রঙে থাকা ক্ষতিকর দিক নিয়ে চিন্তা থেকে যায়। যার প্রভাব পড়তে পারে ত্বকে।

হোলিতে ত্বকের সুরক্ষা কীভাবে রঙের ক্ষতিকারক কেমিক্যাল থেকে নিজের ত্বককে সুরক্ষিত রাখবেন ?

হোলিতে ত্বকের সুরক্ষা

কয়েকটা পদ্ধতি মেনে চললে রং থেকে নিজের ত্বককে সুরক্ষিত রাখা যাবে।

হোলিতে ত্বকের সুরক্ষা রঙের ক্ষতিকারক দিক ঠেকাতে তেল খুবই কার্যকরী। কাজেই রং খেলার আগে সংশ্লিষ্ট জায়গায় তেল মেখে নিন।

হোলিতে ত্বকের সুরক্ষা

এর ফলে রং চামড়ায় লেগে থাকবে না। সহজেই তা ধুয়ে ফেলতে পারবেন। রং খেলার আগেই এই সতর্কতা অবলম্বন করুন।

হোলিতে ত্বকের সুরক্ষা

প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি রং ব্যবহার করতে পারেন। বিশেষ করে ফুল থেকে তৈরি ভেষজ রং কৃত্রিম রঙের মতো চামড়ার ক্ষতি করে না।

হোলিতে ত্বকের সুরক্ষা তাছাড়া রঙের ক্ষতিকর দিক থেকে বাঁচতে ফুল হাতা জামা ও ফুল প্যান্ট পরুন।

হোলিতে ত্বকের সুরক্ষা

গরম জল ব্যবহার করলে রং চামড়ায় লেগে থাকতে পারে। তাই প্রথমে কোনও কাপড় বা শুকনো হাত দিয়ে রং তুলে নিন। তারপর ঠান্ডা জলে তা ধুয়ে নিন।

হোলিতে ত্বকের সুরক্ষা হোলি খেলার দিনে নিজেকে হাইড্রেটেড রাখুন।