কেন খাবেন ওটস?

এতে ফাইবার প্রচুর থাকে। ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, প্রোটিন ও ভিটামিন বি।

কেন খাবেন ওটস?

কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে ওটস উপকারী। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত রাখে ওটস।

কেন খাবেন ওটস?

লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণে রাখে, কোলেস্টেরলের সমস্যায় ওটস উপকারী ।

কেন খাবেন ওটস?

ব্রেকফাস্টে ওটস পেট ভরায়, এনার্জি দেয়। পেট পরিষ্কার রাখে। সেই সঙ্গে ক্যালরিও নিয়ন্ত্রণে রাখে।

কেন খাবেন ওটস?

মাইক্রোনিউট্রিয়েন্টসে ভরপুর এই শস্য। ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, আয়রনে সমৃদ্ধ ওটস।

কীভাবে খাবেন ওটস ?

দুধ, মধু ও ওটস দিয়ে ব্রেকফাস্ট খেতে পারেন। দুধ হতে হবে ডাবল টোনড।

কীভাবে খাবেন ওটস ?

রাতে দইয়ে ভিজিয়ে রাখুন ওটস। সকালে ফল টুকরো করে ছড়িয়ে দিন। ব্রেকফস্টে খান।

কীভাবে খাবেন ওটস ?

ওটস ও আটা দিয়ে রুটি তৈরি করে খেতে পারেন।

কীভাবে খাবেন ওটস ?

অনেক তেল, ঘি দিয়ে রান্না করবেন না। ওটসের খিচুড়িতে বেশি মাখন- ঘি দিয়ে খেয়েও তো লাভ নেই।

কীভাবে খাবেন ওটস ?

ওটসের ইডলিও বেশ ভাল। ওটস দিয়ে দুধ রাতেও খাওয়া যেতে পারে।

ওটসের আরও অনেক উপকার।

বলিরেখা পড়া রোধ করে। মুখে লাগান দুধ, মধু ও ওটস দিয়ে প্যাক।