নতুন ছবি 'জুগ জুগ জিও'-র প্রচারে চণ্ডীগড়ে হাজির বরুণ ধবন ও কিয়ারা আডবাণী।
গোলাপি পাটিয়ালা, কামিজ ও ওড়নায় সেজেছিলেন কিয়ারা আডবাণী।
হলুদ শার্ট আর চশমায় ঝলমল করছিলেন বরুণ ধবনও।
ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় ২৪ জুন মুক্তি পাবে 'জুগ জুগ জিও'
বরুণ ও কিয়ারা ছাড়াও এই ছবিতে রয়েছেন নীতু কপূর ও অনিল কপূর।
দর্শকদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে এই কমেডি ছবির ট্রেলার।