এক বছরে ওয়ান ডে ক্রিকেটে ২৯ ম্যাচে ১৫৮৪ রান শুভমন গিলের, তিনিই শীর্ষে



২০২৩ সালে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ স্কোরারদের মধ্যে দুইয়ে বিরাট কোহলি, ২৭ ম্যাচে তাঁর ১৩৭৭ রান



তালিকার তিনে? রোহিত শর্মা, ২৭ ওয়ান ডে ম্যাচে ১২৫৫ রান করেছেন



নিউজিল্যান্ডের ডারিল মিচেল চার নম্বরে, ২৬ ম্যাচে ১২০৪ রান করেছেন



তালিকায় পাঁচ নম্বরে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা, ২৯ ওয়ান ডে ম্যাচে ১১৫১ রান করেছেন



তালিকায় ছ’নম্বরে পাকিস্তানের বাবর আজ়ম, ২৫ ওয়ান ডে ম্যাচে ১০৬৫ রান করেছেন



তালিকার সাতে ফের এক ভারতীয় কে এল রাহুল, ২৭ ওয়ান ডে ম্যাচে ১০৬০ রান করেছেন



দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম ২৪ ম্যাচে ১০৩৩ রান করে তালিকায় আট নম্বরে



২৫ ওয়ান ডে ম্যাচে ১০২৩ রান, নয় নম্বরে পাকিস্তানের মহম্মদ রিজ়ওয়ান



তালিকায় দশে জায়গা করে নিয়েছেন নিউজ়িল্যান্ডের উইল ইয়ং, ২৩ ম্যাচে ১০০৪ রান করেছেন (ছবি - পিটিআই)