৫ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে বসছে বিশ্বকাপের আসর



ভারতীয় ক্রিকেট দলের জার্সির রঙ মূলত নীল, তবে হাতলে রয়েছে কমলা রঙ এবং বুকে দুইটি তারা



বাবর আজমদের গাঢ় সবুজ রঙের জার্সির উপরের দিকে হলুদ রঙের একটি তারা জ্বলজ্বল করছে



বাংলাদেশের জার্সির রঙ তাঁদের দেশের পতাকার মতোই লাল ও সবুজ রঙের



অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জার্সিতে হলুদ রঙের আধিক্য আর হাতলে রয়েছে ব্যাগিগ্রিন



নিউজ়িল্যান্ডের জার্সির রঙ কালো আর জার্সিতে ১৯৯৬ সালের বিশ্বকাপ জার্সির মতো ধূসর রঙের উলম্ব দাগ রয়েছে



আফগানিস্তানের জার্সির হাতল নীল রঙের, রয়েছে লাল, কালো সংমিশ্রণও



দক্ষিণ আফ্রিকার জার্সি গোটাটাই সবুজ রঙের যার মধ্যে হালকা হলুদের উপস্থিতি চোখে প়ড়ছে



নেদারল্যান্ডস তাদের উজ্জ্বল কমলা রঙের জার্সিতে মাঠে নামবে, জার্সির হাতল ও টুপিতে নীল রঙ



ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা এখনও নিজেদের বিশ্বকাপ জার্সি প্রকাশ করেনি