বিশ্বকাপে ভারতের বোলিং আক্রমণের অন্যতম মুখ মহম্মদ সিরাজ়



১০ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন সিরাজ়, ইকনমি? ৫.৬১



ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতি, একই অ্যাকশনে বল দুদিকে স্যুইং করানোর দক্ষতা, বুম বুম হয়ে উঠেছেন বুমরা



১০ ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন বুমরা, ওভার প্রতি খরচ করেছেন মাত্র ৩.৯৮ রান



মহম্মদ শামিকে প্রথম চার ম্যাচে খেলানো হয়নি



সুযোগ পেয়ে ৬ ম্যাচে ২৩ উইকেট তুলে শামিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি



স্পিন বোলিং আক্রমণনে নেতৃত্ব দিচ্ছেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাডেজা


স্যর জাডেজা ১০ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট




১০ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব, ওভার প্রতি খরচ করেছেন মাত্র ৪.৩২ রান



চায়নাম্যান স্পিনার অস্ট্রেলিয়ার যম হতে উঠতে পারেন (ছবি - পিটিআই)