বিশ্বকাপে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন নিউজ়িল্যান্ডের নাথান অ্যাস্টল, ২২ ম্যাচে ৫ বার



লজ্জার তালিকায় দুইয়ে পাকিস্তানের ইজাজ আমেদ, ওয়ান ডে বিশ্বকাপে ২৯ ম্যাচে পাঁচবার শূন্য করেছেন



ওয়ান ডে বিশ্বকাপে মাত্র ৯ ম্যাচ খেলে চারবার শূন্য করে ফিরেছেন আয়ার্ল্যান্ডের কাইল ম্যাকালান



তালিকায় চার নম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের ডারেন ব্র্যাভো, ১২ ম্যাচে চারবার আউট হয়েছেন কোনও রান না করে



তালিকায় পাঁচ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের কিথ আর্থারটন, ১৪ ম্য়াচে ৪ বার শূন্য করে ফিরেছেন



অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক বিশ্বকাপে ২৬ ম্যাচে ৪ বার শূন্য করে ফিরেছেন



শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ় ২৭ ম্যাচে চারবার শূন্য করে ফিরেছেন



এ বি ডিভিলিয়ার্স বিশ্বকাপে ২৩ ইনিংসে চারবার কোনও রান না করে ফিরেছেন



তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় কৃষ্ণমাচারি শ্রীকান্ত, বিশ্বকাপে ২৩ ম্যাচ খেলে চারবার শূন্য রানে ফিরেছেন



ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যান ২৯ ম্যাচে চারবার কোনও রান না করে ফিরেছেন