বাংলাদেশের বিরুদ্ধে জোড়া উইকেট। ঝুলিতে ২২ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকার শীর্ষে অ্যাডাম জাম্পা।

৯ ম্যাচে ২১ উইকেট. এই মুহূর্তে ২ নম্বরে থেকে বিশ্বকাপ অভিযান শেষ দিলসান মাদুশাঙ্কার।

ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া উইকেট। চলতি বিশ্বকাপে মোট ১৮ উইকেট শাহিন শাহ আফ্রিদির। তালিকায় উঠে এলেন ৩ নম্বরে।

চার নম্বরে গেরাল্ড কোয়েৎজে। দক্ষিণ আফ্রিকার পেসারের ঝুলিতেও ১৮ উইকেট।

পাঁচে মার্কো ইয়ানসেন। সেরার দৌড়ে থাকা আরও এক প্রোটিয়া বোলারের ঝুলিতে ১৭ উইকেট।

১৬ উইকেট নিয়ে ছয়ে মহম্মদ শামি। বিশ্বকাপের গ্রুপপর্বের একটি ম্যাচ এখনও হাতে।

সাতে মিচেল স্যান্টনার। তাঁরও ঝুলিতে ১৬ উইকেট।

ইংল্যান্ড ম্যাচে ৩ উইকেট। বিশ্বকাপে মোট ১৬ উইকেট নিয়ে তালিকায় আট নম্বরে উঠে এসেছের হ্যারিস রউফ।

আপাত নয় নম্বরে জসপ্রীত বুমরাহ। বুম বুমের ঝুলিতে রয়েছে ১৫ উইকেট।

তালিকার ১০ নম্বরে বাস ডে লিড। নেদারল্যান্ডসের বোলারের ঝুলিতে ১৪ উইকেট।