নিজের বাচ্চাদের শৃঙ্ঘলাপরায়ণ করে তুলুন
সন্তানের সঙ্গে কথা বলুন, সন্তান কখন কী করবে তা রুটিন বানিয়ে নিন
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করাও প্রয়োজন, সেদিকে খেয়াল রাখুন
কেন শৃঙ্খলা বোধ শেখা দরকার তা শিশুকে বুঝিয়ে বলুন
কোথায় কেমন আচরণ করতে হয়, কার সামনে কীভাবে কথা বলতে হয়, তা বোঝান
বকা দিলে বা মারধর করলে সন্তান জেদি হয়ে যায়, তা করবেন না একদমই
ভুল করলে ক্ষমা চাওয়ার অভ্যেস জাগিয়ে তুলুন
কোনও কাজ আপনার সন্তান করতে চাইলে, তাঁকে উৎসাহ দিন