১৫ অগস্ট স্বাধীনতা দিবসে ভারতে দুটো ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। ওলা এস১ ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ওলা ইলেকট্রিক সংস্থা। ওলা এস১ প্রো ইলেকট্রিক স্কুটারের খাকি রঙের ভ্যারিয়েন্টও লঞ্চ হয়েছে ভারতে। ওলা এস১ ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে ৯৯,৯৯৯ টাকায়। মাত্র ৪৯৯ টাকা দিয়ে এই ইলেকট্রিক স্কুটার বুক করতে পারবেন গ্রাহকরা। ১৫ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত চলবে এই ইলেকট্রিক স্কুটারের প্রি বুকিং। জানা গিয়েছে ওলার নতুন ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি 3kWh ব্যাটারি। এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে চারটি ড্রাইভিং মোড। তার রেঞ্জও আলাদা। ওলা এস১ ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯৫ কিলোমিটার। মোট ছয়টি রঙে লঞ্চ হয়েছে ওলার নতুন ইলেকট্রিক স্কুটার।