ভারতীয় শেয়ার বাজারের 'ওয়ারেন বাফে' বলা হয় তাঁকে। রবিবারই প্রয়াত হয়েছেন দালাল স্ট্রিটের 'বিগ বুল' রাকেশ ঝুনঝুনওয়ালা।

তিনি কোনও স্টকে বাজি রাখলে, সেই স্টকই নতুন উচ্চতায় ওঠে। তাঁর বিনিয়োগের ধরণ অনুসরণ করেন বহু বিনিয়োগকারী।

জেনে নিন, কোন কোন স্টকে বিনিয়োগ করে ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা। কোন কোম্পানিতে অর্থ বিনিয়োগ করেছেন তিনি।

ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড
ইন্ডিয়াবুলস রিয়েল এস্টেট লিমিটেড
কানারা ব্যাঙ্ক
ফেডারেল ব্যাঙ্ক লিমিটেড
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া

এ ছাড়াও রয়েছে টাইটান কোম্পানি লিমিটেড
টাটা কমিউনিকেশনস লিমিটেড
এসকর্টস লি
অটোলাইন ইন্ডাস্ট্রিজ লি
ম্যান ইনফ্রা কনস্ট্রাকশন লিমিটেডের নাম

TV18 ব্রডকাস্ট লিমিটেড
এনসিসি লিমিটেড
ওরিয়েন্ট সিমেন্ট লিমিটেড
প্রকাশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড
বিলকেয়ার লিমিটেডে শেয়ার রয়েছে তাঁর

ডিবি রিয়েলটি লিমিটেড
প্রোজোন ইন্টু প্রোপার্টিজ লিমিটেড
জুবিল্যান্ট ফার্মোভা লিমিটেড
ডেল্টা কর্পোরেশন লিমিটেড
নাজারা টেকনোলজিস লিমিটেডেও বিনিয়োগ রয়েছে তাঁর

দেশের অন্যতম ধনী ব্যক্তির শুরুটা মসৃণ ছিল না। শেয়ার বাজারে অনেক 'ঠেকে শিখেছেন' তিনি। অনেক ইন্টারভিউতে নিজেই সেই কথা বলেছেন ঝুনঝুনওয়ালা।

কলেজ জীবনেই মাত্র ৫০০০ টাকা নিয়ে শেয়ার বাজারে হাতেখড়ি। সেই আমানত দেখতে দেখতে বদলে যায় ৫.৫ বিলিয়নে।