৬২-তেই জীবন থেমে গেল দালাল স্ট্রিটের ‘বিগ বুল’ রাকেশ ঝুনঝুনওয়ালার

ভারতকে স্বল্পভাড়ায় ‘আকাশ’-যাত্রার স্বপ্ন দেখাতে পেরেছিলেন তিনি

১৯৬০ সালের ৫ জুলাই রাজস্থানি পরিবারে জন্ম রাকেশ ঝুনঝুনওয়ালার

আদতে রাজস্থানের ঝুনঝুনুর বাসিন্দা তাঁর পরিবার। সেই সূত্রে পদবী ঝুনঝুনওয়ালা

ছেলেবেলার বড় অংশ কেটেছে মুম্বইয়ে। বাবা ছিলেন ইনকাম ট্যাক্স কমিশনার

স্কুলের পাঠ শেষ করে অর্থনীতি নিয়ে মুম্বইয়ের সিডেনহ্যাম কলেজে ভর্তি হন রাকেশ

তার পর ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্স ইন্ডিয়া-তে পদার্পণ

১৯৮৫ সালে প্রথম বার নিজের জমানো ৫ হাজার টাকা শেয়ার বাজারে ঢেলে দেন। ৪৩ টাকা দরে টাটা টি-র শেয়ার কেনেন

বিনিয়োগের ক্ষেত্রে বরাবর টাটার মতো ব্লু চিপ সংস্থা প্রথম পছন্দ ছিল রাকেশের

দেশের নতুন এয়ারলাই Akasa Air প্রতিষ্ঠা করেন তিনি। যার বাণিজ্যিক অপারেশন শুরু হয় সম্প্রতি