ভারতের সফলতম অ্যাথলিট নীরজ চোপড়া আজ ৩৭-এ পা দিলেন।



ইতিমধ্যেই অলিম্পিক্সে সোনা ও রুপো জিতে নিয়েছেন তারকা জ্যাভলিন থ্রোয়ার।



আসন্ন দিনে তাঁর প্রধান লক্ষ্য জ্যাভলিন হাতে ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করা।



অ্যাথলিট না হলে, তাঁর ফটোগ্রাফার হওয়ার শখ ছিল বলে দাবি করেন তারকা অ্যাথলিট।



নীরজের কিন্তু বাইরের নয়, পছন্দে একেবারে 'ঘর কা খানা'



মাখন দিয়ে বাড়ির নোনতা চাল খাওয়াটা ভীষণই পছন্দ করেন তিনি।



ভারতবাসীর চা-প্রীতি নিয়ে নতুন করে কিছুর বলার নেই। নীরজও চা-আসক্ত।



কোনওক্রমে সেই আসক্তি চেপে রাখেন নীরজ।



তারকা ভারতীয় অ্যাথলিট 'পটারহেড'ও বটে।



হ্যারি পটারপ্রেমীর পছন্দের নায়িকা এমা ওয়াটসন।