রাত পেরোলেই ভারতে আসছে ওপ্পো রেনো ৮ সিরিজ। লঞ্চ হবে দু'টি ফোন। ওপ্পো রেনো ৮ এবং ওপ্পো রেনো ৮ প্রো- এই দুই ফোন লঞ্চের কথা রয়েছে। ওপ্পো রেনো ৮ ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৯,৯৯০ টাকা। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হতে পারে ৩১,৯৯০ টাকা। আর ওপ্পো রেনো ৮ ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ৩৩,৯৯০ টাকা। অন্যদিকে, ওপ্পো রেনো ৮ প্রো ফোন একটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৪৪,৯৯০ টাকা হতে পারে। ওপ্পোর একটি ট্যাব এবং ইয়ারবাডসও লঞ্চ হতে পারে এই স্মার্টফোন সিরিজের সঙ্গে। ওপ্পো প্যাড এয়ার- এই ট্যাবলেট লঞ্চের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওপ্পো এনকো এক্স২ ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস লঞ্চ হতে পারে।