বাস্তবের মাটি থেকে দূরে বলেই ঠাহর হয় কিন্তু গ্ল্যামার দুনিয়ায় থেকেও মাটির কাছাকাছি প্রায়শই তার পরিচয় দেন মায়ানগরীর তারকারা মঙ্গলবার গুরু নানক জয়ন্তীতেও প্রমাণিত হল যাবতীয় ব্যস্ততা সরিয়ে গুরুদ্বারে গেলেন অনেকেই একেবারে সাধারণ লুকেইাাাা ধরা দিলেন নিমরত রকুলপ্রীত সিংহও ছিলেন ছিমছাম সাজে রকুলের সঙ্গে ছিলেন প্রেমিক জ্যাকি ভাগনানি গুরুদ্বারে গিয়ে প্রথা মেনেই আশীর্বাদ গ্রহণ করলেন ভিড়ের মধ্যেই মনোকামনা পূরণে করলেন প্রার্থনা