আধারের সঙ্গে সঙ্গে নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এই প্যান কার্ড (PAN Card)।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সম্পত্তি কেনা, আয়কর রিটার্ন দাখিল সর্বত্রই কাজে লাগে এই গুরুত্বপূর্ণ নথি।

অনেকেই মনে করেন, 18 বছরের পরেই প্যান কার্ড তৈরি করা সম্ভব।

আপনার জানা উচিত, 18 বছরের কম বয়সীদের জন্যও প্যান কার্ড তৈরি করা যায়। জেনে নিন প্রক্রিয়া..

18 বছরের কম বয়সীদের প্যান কার্ড তৈরির ক্ষেত্রে বাবা-মায়ের পরিচয়পত্র লাগবে।

এই ক্ষেত্রে আবেদনকারীর একটি পরিচয়পত্রের প্রয়োজন হবে। যেমন আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট ইত্যাদি।

ঠিকানা প্রমাণের জন্য পোস্ট অফিস পাসবুক বা ব্যাঙ্কের পাসবুকের প্রয়োজন হবে।

প্যান কার্ডের আবেদন করার জন্য প্রথমে NSDL এর ওয়েবসাইটে ক্লিক করুন।এর পরে PAN অ্যাপ্লিকেশনের অপশন নির্বাচন করুন।

এবার নাবালকের বাবা মায়ের সব চাওয়া নথি পূরণ করুন। এর পাশাপাশি বাবা-মায়ের স্বাক্ষর আপলোড করুন।এখানে প্যান কার্ডের জন্য আবেদন করতে 107 টাকা ফি জমা দিতে হবে।

পরবর্তীতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আপনার মেল আইডিতে একটি বার্তা আসবে।15 দিন পর আপনি প্যান কার্ড পেয়ে যাবেন।