এখনও প্যান কার্ড সংক্রান্ত এই কাজ না করলে সমস্যায় পড়বেন। আর্থিক লেনদেন বন্ধের পাশাপাশি দিতে হবে জরিমানা।
জেনে নিন, কীভাবে পরিত্রাণ পেতে পারেন প্যান কার্ডের এই সমস্যা থেকে।
আপনার যদি একাধিক প্যান কার্ড থাকে, তাহলে অবিলম্বে আপনার একটি প্যান কার্ড সারেন্ডার করুন। অন্যথায় আপনাকে 10,000 টাকা জরিমানা দিতে হতে পারে।
আপনার ক্ষেত্রেও যদি এরকম কিছু হয়ে থাকে বা দুটি প্যান কার্ড থাকলে জরিমানার মুখে পড়বেন আপনি। এর পাশাপাশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হবে।
আয়কর আইন 1961-এর 272B ধারায় বলা হয়েছে, কোনও ব্যক্তির দুটি প্যান কার্ড থাকলে তাঁকে 10,000 টাকা জরিমানা করা হবে।
অতিরিক্ত প্যান কার্ড সারেন্ডার করতে প্রথমে আপনাকে আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।এখানে আপনাকে সাধারণ ফর্ম ডাউনলোড করতে হবে।
এগুলি ছাড়াও ফর্মটি পূরণ করুন ও যেকোনও NSDL অফিসে জমা দিন। ফর্ম জমা দেওয়ার সময় আপনাকে আরেকটি প্যান কার্ড জমা দিতে হবে।