মেয়ের বিয়ের জন্য নতুন প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী শাদি শগুন যোজনার মাধ্যমে মেয়ের বিয়ের সময় সরকার 51,000 টাকা আর্থিক সাহায্য দিচ্ছে।
জেনে নিন, কারা এই প্রকল্পের টাকা পাবেন। এর জন্য কোথায় আবেদন করতে হবে আপনাকে।
মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ও পারসি সমাজের মেয়েরা এই স্কিমের সুবিধা পাবেন।
যারা বেগম হযরত মহল জাতীয় বৃত্তি (Begum Hazrat Mahal National Scholarship) পাচ্ছেন তারা এই স্কিমের সুবিধা নিতে পারেন।
এই স্কিমের সুবিধা নিতে আপনার কাছে মেয়ের জন্মের শংসাপত্র, স্কুলের মার্কশিট, পারিবারিক রেশন কার্ড, বাবা-মায়ের ব্যাঙ্কের পাসবুক, আধার কার্ড, আবাসনের সার্টিফিকেট থাকতে হবে।
এর জন্য প্রথমে আপনি মাওলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://www.india.gov.in/ এ ক্লিক করুন।
এখানে আপনাকে স্কলারশিপ অপশন নির্বাচন করতে হবে। এতে 'শাদি শগুন যোজনা ফর্ম' নির্বাচন করুন।
এখানে ফর্মের সব তথ্য পূরণ করুন। এরপরে এটি জমা দিয়ে রেজিস্ট্রেশন স্লিপ যত্ন করে রেখে দিন।