শিল্পজগতের জন্য কাজের সবচেয়ে বড় স্বীকৃতি জাতীয় পুরস্কারের মঞ্চে দেখা গেল তারকাদের ভিড় 'পুষ্পারাজ' আল্লু মাতালেন জাতীয় পুরস্কারের মঞ্চও পাশে বসেই 'পুষ্পারাজে'র অনুকরণ করলেন কৃতি বিগত দিনের নায়িকা ওয়াহিদা রহমান, জাতীয় পুরস্কারের মঞ্চ আলোকিত করলেন নারীশক্তির উদযাপনও চোখে পড়ল এবার বলিউড থেকে টলিউড, হাজির ছিলেন নামী তারকারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পুরস্কার তুলে দিলেন হাতে হাতে সনাতনী পোশাকে, স্নিগ্ধ সাজে দেখা গেল বিজয়িনীদের বিয়ের শাড়ি পরেই পুরস্কার নিলেন আলিয়া ভট্ট