পুজোর সময় গরম থাকে বেশ, তবে বাঙালির সেরা উৎসবে সাজগোজ কিন্তু মাস্ট। মাথায় রাখবেন কী কী টিপস?



পুজোয় শাড়ি পরলে, বেছে নিতে পারেন রুক্মিণীর এই সাজ। গরমের জন্য একেবারেই আদর্শ এই সাজ।



সাদা শাড়িতে চিরকালই গরম কম অনুভূত হয়, তাই পুজোর সকালের জন্য বাছতে পারেন সাদা এই শাড়ি।



খোলা চুল সামলানো কঠিন, তাই রুক্মিণীর মতো করে ব্যাকব্রাশ করে বেঁধে নিতে পারেন চুল



রুক্মিণী মতো খোঁপা করলে তাতে সাজিয়ে নিতে পারেন ফুল। চুল ছোট হলে অবশ্য খোলাও রাখতে পারেন



গরম এড়াতে ও স্টাইলিস্ট দেখাতে বেছে নিতে পারেন হাতকাটা ব্লাউজ। রুক্মিণী পরেছেন হল্টার নেক।



খুব বেশি গয়না পরেননি অভিনেত্রী। বেছেছেন ছোট দুল। হল্টারনেক ব্লাউজ পরার জন্য গলা খালিই রেখেছিলেন তিনি।



কপালের ছোট্ট টিপ ও ন্যুড মেক আপ রুক্মিণীর সাজকে সম্পূর্ণ করেছিল।



পুজোয় বেরনোর সময় নিন ওয়েট টিস্যু বা নিদেনপক্ষে একটা রুমাল। টাচ আপের জন্য কমপ্যাক্ট রাখুন সঙ্গে



হাতেও কোনও চুড়ি বা অন্যান্য গয়না পরেননি রুক্মিণী, একেবারে হালকা সাজেই তিনি অনন্যা।