বিয়ের পরে নাকি ওজন বাড়ে... এমন ধারণা বিশেষ করে বাঙালিদের মধ্য়ে রয়েছে, তাই বলে অভিনেত্রীরও এমন হবে?



বিয়ের পরে ১৫ কিলো ওজন বেড়েছে পরিণীতি চোপড়ার! কিন্তু কেন? সেই খবর দিলেন নিজেই



সোশ্যাল মিডিয়ায় জিমে কসরত করার ছবি শেয়ার করেছেন পরিণীতি চোপড়া



গত ৬ মাস ধরে 'চমকিলা' ছবির শ্যুটিং করছিলেন পরিণীতি, সেই কারণেই ওজন বৃদ্ধি।



অমরজোত চামকিলার চরিত্রে দেখা যাবে পরিণীতিকে, ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে



পরিণীতি জানিয়েছেন, তিনি স্টুডিওতে গিয়ে গান গাইতেন আর বাড়ি ফিরে প্রচুর জাঙ্ক ফুড খেতেন।



ছবির শ্যুটিং শেষ, এবার জিমে গিয়ে পুরনো চরিত্রে ফিরতে চান পরিণীতি। সেই কথাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি।



ওজন বাড়ানোর জন্য ওয়ার্কআউট বন্ধ করে দিয়েছিলেন তিনি, ছেড়ে দিয়েছিলেন ডায়েটও।



অমরজোত চামকিলার এই জীবনীচিত্র পরিচালনা করছেন ইমতেয়াজ



২৪ সেপ্টেম্বর ৭ পাকে বাঁধা পড়েন রাঘব-পরিণীতি