শুক্রবার থেকে শুরু হয়েছে দৌড়। চলতি সপ্তাহে বুধবার ধরে টানা ৪টি ট্রেডিং সেশনে সবুজে দৌড় থামাল বুলরা।

যার ফলে দীপাবলির আবহে এখন ১৮,০০০ ছোঁয়ার অপেক্ষায় নিফটি। বিশেষজ্ঞরা বলছেন, মুহুরতের দিন পর্যন্ত থাকতে পারে এই গতি।

পরিসংখ্যান বলছে, চলতি সপ্তাহে টানা তৃতীয় দিনে ভারতীয় শেয়ার বাজার ঊর্ধ্বগতিতে বন্ধ হয়েছে। দীপাবলির আগে বিনিয়োগকারীরা বাজারে কেনাকাটা করায় বেড়েই চলেছে সূচক।

আজ ব্যাঙ্কিং, এমএফসিজি খাতে বিনিয়োগকারীদের কেনার কারণে মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক ১৪৬ পয়েন্ট বেড়ে ৫৯,১০৭ পয়েন্ট বেড়েছে।

গতির সঙ্গে তাল মিলিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি। আজ লেনদেন শেষে ৩০ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ১৭,৫১৬ পয়েন্টে বন্ধ হয়েছে নফটির সূচক।

বাজার সবুজে বন্ধ হলেও অনেক স্টকে পরের দিকে পতন ঘটেছে। মোট ৬৬৭১টি শেয়ার লেনদেন হয়েছে আজ।

যার মধ্যে ১৬৫২টি শেয়ার বৃদ্ধির সঙ্গে ও ১৭৬১টি শেয়ার পতনের সঙ্গে বন্ধ হয়েছে। তবে ১৫৮টি শেয়ারের ক্ষেত্রে কোনও পরিবর্তন দেখা যায়নি।

হিসেব বলছে, আজ ২২৮টি শেয়ারে আপার সার্কিট লেগেছে। যেখানে ১৪৬টি শেয়ার লোয়ার সার্কিটে বন্ধ রয়েছে।

আজ বেড়েছে

NESTLE IND 19,800.00 2.13
ITC 347.20 2.03
HDFC 2,377.00 1.94
RELIANCE 2,496.00 1.83
AXIS BANK 831.15 1.81

আজ কমেছে

JSW STEEL 625.30 -1.80
NTPC 164.20 -1.65
BAJAJ FINSV 1,699.50 - 1.55
SBIN 553.75 -1.55
COAL INDIA 238.15 -1.47

Thanks for Reading. UP NEXT

আজ এই ৫ শেয়ারে আস্থা রেখেছে বাজার, পড়ল এই শেয়ারগুলি

View next story