দীপাবলির আবহে দেদার ছুট দিচ্ছে বাজার। শুক্রবার থেকেই জারি রয়েছে বুলদের দাপট। মঙ্গলেও সেই একই অবস্থা দেখা গেল ভারতীয় শেয়ার বাজারে।

এদিন বাজার বন্ধের সময়েও জারি রইল সেই গতি। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাজারের গতি ও অন্যান্য দেশের থেকে ভারতের আর্থিক অবস্থা ভাল থাকাই এই উত্থান।

মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারের জন্য একটি খুব শুভ দিন ছিল। এদিন ব্যাঙ্কিং, আইটি, এমএফসিজি খাতে এসেছে প্রচুর বিনিয়োগ। সেকারণেই শেয়ারবাজারে ছিল দারুণ গতি।

আজ ট্রেডিং শেষে মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচকটি 550 পয়েন্ট বেড়ে 59,960 পয়েন্টে বন্ধ হয়েছে।

যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 175 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 17,486 পয়েন্টে দৌড় থামিয়েছে।

আজ বাজারে 3565টি শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে 2072টি শেয়ারের দাম বেড়েছে ও 1366টি শেয়ারের দরপতনের সাক্ষী হয়েছে বাজার।

সেখানে 127টি শেয়ারের দামে কোনও পরিবর্তন হয়নি। আজ 233টি শেয়ারে আপার সার্কিট দেখা গেছে।

যেখানে 145টি শেয়ার লোয়ার সার্কিটে বন্ধ হয়েছে। বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে প্রায় ৩ লাখ কোটি টাকা।

আজ বেড়েছে

SBIN 562.40 3.45
ADANI PORTS 810.80 3.13
EICHER MOT 3,622.00 3.05
ITC 340.85 2.59
SBI LIFE 1,220.00 2.54

আজ পড়েছে

NTPC 167.00 -0.86
HDFC 2,334.85 -0.61
SUN PHARMA 974.80 -0.53
BRITANNIA 3,757.70 -0.53
TECH M 1,020.40 -0.28