সম্প্রতি শেষ হল '৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'। এই বছরই সেখানে প্রকাশ পেল গায়ক অনিন্দ্য বসুর বই 'অস্থির আয়না'।



'বার্তা প্রকাশনা'র হাত ধরে সাধারণ মানুষের জন্য আত্মপ্রকাশ করল এই বই।



'পরশপাথর' থেকে 'শহর', অনিন্দ্য বসুর পুরনো গান, ফেসবুকে প্রকাশিত বিভিন্ন লেখা একত্রিত করে এই বই লেখা হয়েছে।



সমাজ, সাহিত্য এবং মানব মনের নানান যাপন নিয়ে বিভিন্ন ধরনের লেখার এক অনুভবি সংকলন এই বই।



তথাকথিত সাহিত্য সমাজের 'গ্লানি' সেই লেখাকে স্পর্শ করেনি, প্রায় প্রতিটি লেখায় কান পাতলে শিশিরের শব্দ শোনা যায়।



বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পরশপাথর ব্যান্ডের কিছু পুরনো সদস্য।



ছিলেন চলচ্চিত্র পরিচালক, কবি ও লেখক পারমিতা মুন্সী, যাঁর 'হেমা মালিনী' ছবিতে কিছুদিন আগেই একটি বিশেষ ধরনের গানে প্লে ব্যাক করেছেন অনিন্দ্য।



এই বিশেষ ধরনের কাজটি নিজের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে করেছেন।



বরাবরই নিজের অভ্যস্ত যাপনের বাইরে বেরিয়ে গান নিয়ে নিরলস পরীক্ষা করে চলেছেন তিনি।



প্রসঙ্গত অনিন্দ্য বসু একজন চলচ্চিত্র জগতের চিত্রনাট্যকারও। 'তিন ইয়ারি কথা', 'হাওয়া বদল' তাঁরই চিত্রনাট্যে নির্মিত।



Thanks for Reading. UP NEXT

অনুরাগীদের জন্য রূপমের উপহার

View next story