প্রথমবার ওয়েব দুনিয়ায় পা রাখছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রেজওয়ান। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ 'শক্তিরূপেণ'-তে দেখা যাবে তাঁকে। আজ প্রকাশ্যে এসেছে এই সিরিজের পোস্টার ও চরিত্রদের প্রথম লুক। বর্তমান রাজনীতি, ধর্ষণের মতো জঘন্য অপরাধ ও এক কোর্টরুম ড্রামাকে তুলে ধরা হবে এই সিরিজে। এই ওয়েব সিরিজের হাত ধরেই প্রথমবার ওয়েব দুনিয়ায় পা রাখছেন বাসবদত্তা চট্টোপাধ্যায় বর্তমানে একটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। অন্য ধারাবাহিকে অভিনয় করছেন রেজওয়ান-ও। ওয়েব সিরিজে দময়ন্তীর চরিত্রে দেখা যাবে বাসবদত্তাকে। ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।