সরাসরি সুদের টাকা সেভিংস অ্যাকাউন্টে পাঠাবে সরকার মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক সুদের টাকার ক্ষেত্রে একই নিয়ম রেখেছে কর্তৃপক্ষ MIS, SCSS, TD-র টাকা আর নগদে নিতে পারবেন না আমানতকারীরা আগে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে সীমাহীন বিনামূল্যে লেনদেনের সুবিধা ছিল। এখন থেকে গ্রাহক কেবল তিনবার বিনামূল্যে লেনদেন করতে পারবেন তিনটি বিনামূল্যের লেনদেনের ক্ষেত্রে মিনি স্টেটমেন্ট, নগদ উত্তোলন ও নগদ জমার সুবিধা রয়েছে। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে বিনামূল্যের সীমা শেষ হলে প্রতিটি লেনদেনে চার্জ দিতে হবে নতুন নিয়মে পোস্ট অফিসের সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টে মাসে 25,000 টাকা তুললে চার্জ লাগবে না এরপরে গ্রাহক টাকা তুললে সর্বনিম্ন 25 টাকা বা মোট তোলার ওপর 0.5 শতাংশ চার্জ দিতে হবে