হিংয়ের গুণাগুণ স্বাদে-গন্ধেই নয়, গুণেও অতুলনীয় রান্নায় এক চিমটে সারবে বদহজম, খুশকি, শুষ্ক ত্বক, ঋতুস্রাবের ব্যথা প্রদাহবিরোধী উপাদান কাটবে হজমের সমস্যা ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান শ্বাসনালী থাকে প্যাথোজেন মুক্ত শরীর-মন, দুই-ই চাঙ্গা মানসিক চাপ দূর করে ঋতুস্রাবের যন্ত্রণা থেকে মুক্তি তলপেটের পেশি শিথিল করে অ্যালার্জি প্রতিরোধী উপাদান সর্দি, কাশি, গলাব্যাথা দূর করে খুশকির সমস্যায় হিং হিং, দই এবং মধু মিশিয়ে স্কাল্প মাসাজ অ্যান্টি অক্সিড্যান্ট উপাদান ফেসপ্যাকে মিশিয়ে মুখে লাগান ক্ষারধর্মী মশলা অম্বলের সমস্যা দূর করে