চার্জ করার ক্ষেত্রে অনেক কম সময় নেয় হাইড্রোজেন কার ইলেকট্রিক গাড়ির থেকে বেশি রেঞ্জ বা মাইলেজ দেয় হাইড্রোজেন কার তিনটি হাইড্রোজেন ট্যাঙ্ক রয়েছে গাড়িতে নতুন মিরাই ১০০০ কিলোমিটারের বেশি রেঞ্জ দেওয়ার ক্ষমতা রাখে এর কেবিনে একটি JBL অডিও সিস্টেম রয়েছে। ভিতরে পাবেন চামড়ার কেবিন এই গাড়ি একটি বৈদ্যুতিক গাড়ির মতো, এতে কোনও শব্দ নেই ভারতে পরিবেশবান্ধব গাড়ির প্রযুক্তি নিয়ে এল টয়োটা। তাদের গ্রিন হাইড্রোজেন গাড়ি মিরাই ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্লড রেকর্ডে নাম তুলেছে এই গাড়ি কদিন আগেই ভারতে এসেছে টয়োটা মিরাই