পোস্ট অফিসের আমানতকারীদের জন্য সুখবর। স্বল্প সঞ্চয় প্রকল্পে পুরোনো সুদের হারই বহাল রাখল ইন্ডিয়া পোস্ট ।

পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে যারা নতুন বিনিয়োগ করেছেন, তারাও আগের ত্রৈমাসিকের হারে সুদ পাবেন।

৫ বছরের সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে বিনিয়োগ করলে আসবে ৭.৪ শতাংশ সুদ।

৫ বছরের টাইম ডিপোজিট স্কিমে পোস্ট অফিস আপনাকে দেবে ৬.৭ শতাংশ সুদ। এই ক্ষেত্রে সুদের হার ধরা হবে ত্রৈমাসিকের ভিত্তিতে।

কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে রয়েছে ১২৪ মাসের ম্যাচুরিটি পিরিয়ড। সেই ক্ষেত্রে বছরে ৬.৯ হারে সুদ ধরা হয়।

৫ বছরের পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখলে আমানতকারী পাবেন বছরে ৭.১ শতাংশ সুদ।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা রাখলে বছরে সর্বোচ্চ ৭.৬ শতাংশ সুদ পাবেন বিনিয়োগকারী।

এই বিষয়ে বিশদে জানতে পোস্ট অফিসের শাখায় যোগাযোগ করে নিন। সেখানে আপনাকে চক্রবৃদ্ধি হারে সুদের বিষয়ে বিস্তারিত বলে দেবে পোস্ট অফিস কর্তৃপক্ষ।