নিশ্চিত আর্থিক লাভের পাশাপাশি এই স্কিম দেয় সরকারি সুরক্ষা।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)মানেই বিনিয়োগকারীদের নিরাপদ ও ভাল রিটার্নের স্থান।

বিনিয়োগে প্রাপ্ত সুদের পরিমাণ ও মেয়াদ শেষে প্রাপ্ত পরিমাণের উপর কোনও কর দিতে হবে না।

আপনি PPF ডিপোজিটের উপর ধারা 80C এর অধীনে করের সুবিধা পেতে পারেন।

এতে প্রাপ্ত সুদ ও ম্যচুরিটির পরিমাণও করমুক্ত। সরকার পিপিএফ-এ বিনিয়োগের গ্যারান্টি দেয়।

PPF-এ 500 টাকা থেকে আপনি বার্ষিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।

বর্তমানে PPF-এ 7.1 শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। RBI-এর রেপো রেট বাড়ানোর পরে সব ব্যাঙ্ক FD-তে সুদের হার বাড়াচ্ছে।

মনে করা হচ্ছে যে 1 জুলাই, 2022 থেকে সরকার সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার নিয়ে ফের পর্যালোচনা করবে।

আপনি যদি আপনার PPF অ্যাকাউন্টে প্রতি মাসে 1,000 টাকা বিনিয়োগ করেন, তাহলে তা বছরে 12,000 টাকা হয়ে যাবে।

25 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত মোট 35 বছর পর্যন্ত বিনিয়োগ করতে হবে এইভাবে।

সব মিলিয়ে আপনি মোট 4.20 লক্ষ টাকা বিনিয়োগ করলে সুদ হিসাবে 14 লক্ষ টাকা পাবেন। মাসে 1,000 টাকা বিনিয়োগ করলে মেয়াদপূর্তিতে 60 বছর বয়সে 18.14 লক্ষ টাকা পাবেন আপনি।