৩০ পরবর্তী গর্ভধারণ মানেই কি জটিলতা ?



ঠিক কতদিন অপেক্ষা করা যেতে পারে স্বাভাবিক ভাবে মা হওয়ার জন্য ?



যদি কোনও মহিলা ৩০ বছর বয়সেও সম্পূর্ণ সুস্থ থাকেন অপেক্ষা করতে পারেন।



যদি চকোলেট সিস্টের সমস্যা না থাকে তাহলে অপেক্ষা করা যেতেই পারে।



পেটে অসম্ভব যন্ত্রণা ? বিশেষত পিরিয়ডস চলাকালীন ?



তাহলে চিকিৎসকের পরামর্শ নিন সময় থাকতে। 



এন্ডোমেট্রিওসিসের (Endometriosis  ) সমস্যা থাকলে সতর্ক হোন । 



মেনস্টুয়েশনের সময় তলপেটে অসহ্য যন্ত্রনা হয়,তাহলে স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে হবে।  



হাই ব্লাড প্রেসার, ব্লাড সুগার , ফ্যাটি লিভারের সমস্যা থাকলে গর্ভধারণে দেরি করা যাবে না।