সিঁথিতে সিঁদুর, সাদা সুতোর কাজ কর লেহঙ্গায় ঝলমল করে উঠলেন প্রিয়ঙ্কা চোপড়া প্রিয়ঙ্কার কোলে ছোট্ট মেয়ে মালতী। দীপাবলির পুজোর একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন পিগি চপস। দীপাবলির জন্য বিশেষ পুজোর আয়োজন করেছিলেন প্রিয়ঙ্কা। বাড়িতেই। উপস্থিত ছিলেন নায়িকার পরিবারের সবাই। ছিলেন স্বামী নিক জোনাস ও মা মধু চোপড়াও। মা মধু চোপড়া থেকে শুরু করে স্বামী নিক জোনাস, পরিবারের সবাই সাদা পোশাকে সেজেছিলেন। হলুদ গোলাপি ফুলে সাজানো হল আসর। পড়ন্ত সূর্যের আলোয় চলল দীপাবলি উদযাপন। সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কার দেওয়া সব ছবিতেই মালতীর মুখ ঢেকে দিয়েছেন প্রিয়ঙ্কা