আবারও লাইমলাইটে দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া।

'লাভ এগেন'-এর প্রিমিয়ারে সম্প্রতি দেখা মিলল পিগি চপসের।

'লাভ এগেন'একটি রোমান্টিক কমেডি-ড্রামাধর্মী ছবি।

এই ছবিটি মুক্তি পাচ্ছে ১২মে।

আমেরিকার নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত হয়েছিল এই ছবির প্রিমিয়ারের অনুষ্ঠান।

প্রসঙ্গত, এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছিল চলতি বছর ১৪ ফেব্রুয়ারী।

প্রিমিয়ারের অনুষ্ঠান দিন প্রিয়াঙ্কার দেখা মিলল সাদা ডিজাইনার গাউনে।

অন্য়দিকে, নিক জোনাস নিজেকে সাজিয়েছিলেন কালো পোশাকে।

নিক-প্রিয়ঙ্কার পাশাপাশি 'লাভ এগেন'-এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন এই ছবির অন্য়ান্য় কলাকুশলীরাও।