স্যানিটারি প্যাড ফেলার সময় কতগুলি নিয়ম মেনে চলা আবশ্যক।



এভাবে ফেললে শুধু নোংরা দেখায় না, সার্বিক স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর।



পিরিয়ড চলাকালীন পরিচ্ছন্নতা মেনে চলা অত্যন্ত জরুরি।



ব্যবহৃত স্যাানিটারি ন্যাপকিন ফেলার সময় খেয়াল রাখতে হবে।



ব্যবহৃত স্যানিটারি প্যাড থেকে ছড়াতে পারে সংক্রমণ। অসুখ হতে পারে শিশুদেরও।



বাড়িতেও স্যানিটারি প্যাড ফেলার সময় নির্দিষ্ট জায়গা রাখুন।



স্যানিটারি প্যাড ফেলার জন্য একটি আলাদা ডাস্টবিন রাখুন বা কাগজের ব্যাগ রাখুন।



ফেলার আগে কাগজে বা খবরের কাগজে ভালভাবে ভাঁজ করে মুড়ে নিন।



এতে করে দুর্গন্ধ, পোকামাকড়, ব্যাকটেরিয়া এতে জন্মাতে পারবে না।



ব্যবহৃত স্যানিটারি প্যাড বেশিক্ষণ ডাস্টবিনে রাখবেন না । অন্যথায় ব্যাকটেরিয়া সংক্রমণ করতে পারে।