কোঁকড়ানো চুল সহজেই রুক্ষ, শুষ্ক অর্থাৎ ফ্রিজি হয়ে যায়। তাই প্রয়োজন হেয়ার মাস্কের ব্যবহার।

হেয়ার মাস্ক চুল নরম এবং মোলায়েম রাখে। রুক্ষ, শুষ্ক ভাব দূর করে। উজ্জ্বলতা বাড়ায়।

এছাড়াও চুলের লালচে ভাব, ডগা ফাটার সমস্যা, চুল মাঝখান থেকে ভেঙে যাওয়া- এইসব সমস্যাও দূর করে হেয়ার মাস্ক।

কোঁকড়ানো চুলের পরিচর্যায় কী ধরনের হেয়ার মাস্ক ব্যবহার করলে উপকার পাবেন, দেখে নেওয়া যাক।

এক কাপ ইয়োগার্ট বা টক দইয়ের সঙ্গে একটা পাকা কলা মিশিয়ে তৈরি করতে পারেন হেয়ার মাস্ক।

এই হেয়ার মাস্ক ৩০ মিনিট চুলে লাগিয়ে রেখে শ্যাম্পু করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

দুটো ডিমের সাদা অংশ এবং এক চামচ মধু মিশিয়ে বানিয়ে নিন হেয়ার মাস্ক।

এই হেয়ার মাস্কও চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল এবং নারকেল তেল মিশিয়ে তৈরি করে নিতে পারেন হেয়ার মাস্ক।

মেয়োনিজের সঙ্গেও নারকেল তেল মিশিয়ে বাড়িতে সহজে তৈরি করা যায় হেয়ার মাস্ক।