Image Source: pixabay

ডায়েটে পুষ্টির সুষম বণ্টন অত্যন্ত জরুরি। বাকি পোষকের সঙ্গেই প্রয়োজন পর্যাপ্ত প্রোটিনেরও।

Image Source: pixabay

বেশ কিছু খাবার রয়েছে, যা সহজেই পর্যাপ্ত প্রোটিন দিতে পারে। সেগুলি কী কী?

Image Source: pixabay

প্রাণীজ প্রোটিনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস ডিম।

Image Source: pixabay

ভিটামিন ও ওমেগা থ্রি ফ্য়াটি অ্যাসিডের পাশাপাশি ভরপুর প্রোটিন থাকে ডিমে।

Image Source: pixabay

প্রাণীজ প্রোটিনের অন্যতম উৎস মাছ। বিভিন্ন প্রয়োজনীয় খনিজ মৌল মেলে মাছ থেকে।

Image Source: pixabay

উদ্ভিদ থেকে প্রোটিন পেতে গেলে ডায়েটে রাখতে হবে ব্রকোলি। পর্যাপ্ত ফাইবারের পাশাপাশি অ্যামাইনো অ্যাসিডেরও উৎস।

Image Source: pixabay

প্রয়োজনীয় প্রোটিনের জোগান দিতে পারে বাদাম।

Image Source: pixabay

বাদামে অন্তত ২০ প্রকারের অ্যামাইনো অ্যাসিড থাকে। এছাড়াও আর্জিনিন নামক এক প্রকার প্রোটিনও মেলে।

Image Source: pixabay

নিরামিশাষী কিন্তু প্রাণীজ প্রোটিন পেতে গেলে খেতেই হবে পনির। প্রোটিনের পাশাপাশি ক্যালশিয়ামেরও গুরুত্বপূর্ণ উৎস।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।