টেস্টে নতুন কীর্তি আর অশ্বিনের উইকেট সংখ্যায় একদিনে ছাড়িয়ে গেলেন দু'জনকে রঙ্গনা হেরাথ ও কপিল দেবের রেকর্ড ভাঙলেন অশ্বিন টেস্টে অশ্বিনের উইকেট সংখ্যা দাঁড়াল ৪৩৬ রঙ্গনা হেরাথের ৪৩৩ উইকেট রয়েছে টেস্টে কপিলের ঝুলিতে রয়েছে ৪৩৪ শিকার অশ্বিনের সামনে এখন ডেল স্টেইন ৪৩৯ উইকেট রয়েছে স্টেইনের ভারতীয়দের মধ্যে দু'নম্বরে অশ্বিন সামনে শুধু অনিল কুম্বলে (৬১৯), সেই রেকর্ড ভাঙতে পারবেন অশ্বিন?