বড়পর্দায় মুখোমুখি দুই তাবড় অভিনেতা। রুদ্রনীল ঘোষ ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় । নতুন ছবি 'আকাশ অংশত মেঘলা'-তে প্রথমবারের জন্য পর্দা ভাগ করবেন তাঁরা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিটির ফার্স্ট লুক 'আকাশ অংশত মেঘলা'-র পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। ধাগা প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাবে এই ছবিটি। 'আকাশ অংশত মেঘলা' ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে রুদ্রনীল ঘোষ, রাহুল বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী ও বাসবদত্ত চট্টোপাধ্যায়-কে। এছাড়াও রয়েছেন, দামিনী বেনি বসু, দেবদূত ঘোষ, কৌশিক কর, রুমকি চট্টোপাধ্য়ায়, শংকর দেবনাথ, সুদীপ সরকার ও অন্যান্যরা। গল্পের প্রেক্ষাপটে রয়েছে একটি কারখানা বন্ধ হওয়ার ঘটনা। অপ্রত্যাশিতভাবে একটা কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে দুই ব্যক্তির জীবনযাত্রার ওপর প্রভাব পড়ে। পাটকলের এক শ্রমিক হিসেবে চাকরি করতেন রসময় বন্দ্যোপাধ্যায়। কিন্তু লকডাউনে হঠাৎ বন্ধ হয়ে যায় কারখানা। রসময়, তার স্ত্রী ও কন্যার জীবন হঠাৎ বদলে যায়। তিনি কারখানাটি ফের চালু করার জন্য ট্রেড ইউনিয়নের নেতৃত্বে আন্দোলন ও বিক্ষোভে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। অন্য গল্প বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র অনির্বাণ সরকারের। লকডাউনে হঠাৎ বাবার কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রভাব পড়ে তাঁর পড়াশোনায় পড়াশোনা বন্ধ রেখে চাকরির খোঁজ করে অনির্বাণ। কিন্তু পরিবারের পাশে দাঁড়ানোর মতো চাকরি পায় না সে। তাঁর একটি প্রেমের সম্পর্কও রয়েছে।