খুনসুটির সাজ, আদুরে মেহেন্দি, সোশ্যাল মিডিয়ায় বিয়ের অনুষ্ঠানের নতুন ছবি শেয়ার করলেন আথিয়া শেট্টি। আইভরি লেহঙ্গায় কে এল রাহুলের সঙ্গে খুনসুটি আথিয়ার, সুনীল শেট্টির খাণ্ডালার ফার্মহাউসের অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে বিয়ের দিন হালকা পিচ রঙের লেহঙ্গা পড়েছিলেন আথিয়া। অন্যদিকে অফ হোয়াইট শেরওয়ানিতে সেজেছিলেন ভারতীয় দলের ব্যাটার রাহুল। মেহেন্দি অনুষ্ঠানে রাহুলের সঙ্গে নাচ আথিয়ার, সযত্নে সামলালেন হাতের মেহেন্দিও। কেবল আথিয়া রাহুল নয়, ফ্রেমে ধরা পড়ল, নাচের ছন্দে মেতেছিলেন বাবা সুনীল শেট্টিও। একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তায় সেরেছেন বিয়ে। হাত ফস্কে এদিক ওদিক ছবি চালাচালি পর্যন্ত হয়নি। নিজে থেকে ইনস্টাগ্রামে ছবি দেওয়ার পরই দেখতে পেয়েছেন সকলে। তবে অনুরাগীদের একেবারে নিরাশ করতে নারাজ কেএল রাহুল এবং আথিয়া শেট্টি। তাই বিয়ে মিটে যেতেই একে একে ছবি প্রকাশ করতে শুরু করেছেন তাঁরা।