একটি বিপণী সংস্থার ই-বাইক উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন রাইমা সেন

বেগুনি রঙের বেনারসিতে সাবেকি সাজে সেজেছিলেন সুন্দরী রাইমা।

গলায় চোকার, কানে পাশা ও হাতে হালকা ব্যঙ্গল পরেছিলেন তিনি। কপালে ছিল ছোট্ট টিপ।

নিজে ই বাইকের ওপর বসে পাপারাৎজিদের জন্য হাসিমুখে পোজও দেন রাইমা।

সাবেক সাজের সঙ্গে মানানসই খোঁপা করেছিলেন রাইমা।

ন্যুড মেক আপ আর কোহল চোখে অভিনেত্রী অপরূপা।