কিছুদিন আগেই দেশের এটিএমগুলিতে কার্ড ছাড়া নগদ তোলার কথা বলেছে রিজার্ভ ব্যাঙ্ক।
এবার ইউপিআই কোড স্ক্যান করে এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহক। জানেন, সেই ক্ষেত্রে কী করতে হবে আপনাকে ।
NCR কর্পোরেশন ঘোষণা করেছে, UPI প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে ইন্টারঅপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রাল (ICCW)-এর ব্যবস্থা করা হয়েছে।
ব্যবহারকারীরা তাদের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার না করেই এটিএম মেশিন থেকে নগদ তুলতে পারবেন।
এই সুবিধা পেতে এটিএম মেশিনে অবশ্যই ইউপিআই পরিষেবা থাকতে হবে।সঙ্গে UPI পেমেন্ট অ্যাপ যেমন GPay, PhonePe, Amazon Pay, Paytm স্মার্টফোনে থাকতে হবে।
প্রথমে নগদ তোলার জন্য এটিএম মেশিনে যান ও নগদ তোলার অপশন নির্বাচন করুন।পরে এটিএম মেশিনের স্ক্রিনে UPI অপশন নির্বাচন করুন।
বর্তমানে নগদ তোলার সীমা মাত্র 5000 টাকা।এখন UPI পিন লিখুন ও টাকা তুলুন।