সদ্য কয়েকটা দিন আগেই নিজের আগামী ছবির নাম ঘোষণা করেছেন বলিউড সুপারস্টার সলমন খান আর সম্প্রতি তিনি প্রকাশ্যে আনলেন সেই ছবির অফিশিয়াল টাইটেল লোগো ভাইজানের আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কা জান'-এর বিশেষ একটি ভিডিও থেকে চোখ সরাতে পারছেন না তাঁর অনুরাগীরা ছবির টাইটেল লোগো সামনে আসতেই সলমন খানের অনুরাগীদের উচ্ছ্বাস নজর কাড়ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁরা অভিনেতার উদ্দেশে ভালোবাসা প্রকাশ করেছেন। টিজারটিতে দেখা যাচ্ছে, একটি ক্রুজার মোটোর সাইকেলে চেপে আসছেন সলমন খান লাদাখ ভ্যালির উপর বইছে বালির ঝড়। তারই মধ্যে লম্বা চুলের সলমন খান কখনও তিনি বাইকে। কখনও তিনি হেঁটে আসছেন সদ্যই বলিউডে ৩৪ বছর পূরণ করেছেন সলমন খান। সেদিনই তিনি তার আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কা জান'-এর নাম ঘোষণা করেন অনুরাগীদের এত ভালবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিশেষ অনুরাগীদের এত ভালবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিশেষ সমলন খানের 'টাইগার ৩', 'বজরঙ্গি ভাইজান ২' মুক্তির অপেক্ষায়। এছাড়া তাঁকে শাহরুখ খানের 'পাঠান' ছবিতেও দেখা যাবে