অর্ণব মিদ্যা প্রকাশ করলেন 'সেদিন কুয়াশা ছিল' ছবির দুই অভিনেতা অভিনেত্রী, সৌরসেনী মৈত্র ও অর্ণ মুখোপাধ্যায়ের লুক সাদা শাড়িতে সৌরসেনীর পুরাতনী সাজ, নজর কাড়ছে কপালের সিঁদুর টিপ। ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন দুই বর্ষীয়াণ শিল্পী, পরাণ বন্দ্যোপাধ্যায় ও লিলি চক্রবর্তী। সৌরসেনীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সবুজ বর্ধন মূলত সম্পর্কের বুনোটের গল্প বলবে 'সেদিন কুয়াশা ছিল' চোখে চশমা হাতে বন্দুক নিয়ে অর্ণের চরিত্র একজন স্বাধীনতা সংগ্রামীর। ছবিতে অভিনয় করেছেন সায়ন্তনী গুহঠাকুরতা, জিতু কমল, অবন্তিকা বিশ্বাস, সবুজ বর্ধন, সৌরসেনী মৈত্র, অর্ণ মুখোপাধ্যায়, প্রমুখ। এই ছবি দিয়েই বড়পর্দায় পা রাখতে চলেছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনি পৃথা বন্দ্যোপাধ্যায়। এই ছবি হাত ধরেই রূপোলি পর্দায় পা রাখছেন অর্ণ মুখোপাধ্যায়ের স্ত্রী উপাবেলা মুখোপাধ্যায় সৌরসেনীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সবুজ বর্ধন। ইতিমধ্যেই তাঁর লুক প্রকাশ্যে আনা হয়েছিল এবিপি লাইভের তরফ থেকে