গণেশ চতুর্থীর দিনে কাছাকাছি স্বামী-স্ত্রী, এক ফ্রেমে ধরা দিলেন রাজীব সেন ও অশোপা চারু
বাড়ির গণেশ পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন দুই তারকা। শুধু কি তারা? বাবা মায়ের মাঝে ফ্রেমে রইল ছোট্ট জিয়ানাও।
বিচ্ছেদের জল্পনা উড়িয়ে কি ফের কাছাকাছি সুস্মিতা সেনের ভাই রাজীব ও ভাইয়ের স্ত্রী চারু।
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বারে বারে শিরোনামে এসেছে রাজীব-চারুর বিচ্ছেদের গুঞ্জন। আর তাঁদের সমস্যার কথা একপ্রকার বকলমে স্বীকার করে নিয়েছেন রাজীব ও চারু দুজনেই।
কিন্তু জিয়ানার অন্নপ্রাশনে ফ্রেমবন্দি হয়েছিলেন তারকারা। তারকাদের এক ফ্রেমে দেখে কার্যত ধামাচাপা পড়ে গিয়েছিল সেই গুঞ্জন।
সম্প্রতি শোনা গিয়েছিল, 'বিগ বস'-এ একসঙ্গে অংশ নেবেন রাজীব ও চারু। 'বিগ বস'-এর অফার পাওয়ার কথা বকলমে স্বীকার করে নিয়েছেন রাজীব-চারু দুজনেই।
তবে এখনও পর্যন্ত রাজীব ও চারুর একসঙ্গে 'বিগ বস'-এর বাড়িতে থাকা নিয়ে কোনও সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি।
চারু জানিয়েছেন রাজীব 'বিগ বস'-এ এলে কোনও সমস্যা নেই কিন্তু রাজীবের কথায় তিনি বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছেন।