জোরকদমে চলছে শ্যুটিং, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সম্প্রচারও। এই প্রথম ছোটপর্দায় জুটি বাঁধছেন সৌম্যদীপ ও অঙ্কিতা। ধারাবাহিকের নামভূমিকায় রয়েছেন অঙ্কিতা, পর্দায় তাঁর নাম জগদ্ধাত্রী। অভিনেত্রী বলছেন, 'আমরা ইতিমধ্যেই অনেকটা অংশের শ্যুটিং করে ফেলেছি।' অঙ্কিতা বলছেন, 'খুব মজা করে কাজ করছি সবাই। গল্পটার মধ্যে যেমন পারিবারিক গল্প রয়েছে, তেমনই রয়েছে অ্যাকশনও।' অঙ্কিতা বলছেন, 'আশা করি দর্শকদের খুব ভালো লাগবে, কারণ পারিবারিক গল্পের বাইরেও এই গল্পে অ্য়াকশন এবং বিভিন্ন ঘটনার বুনোট রয়েছে।' জগদ্ধাত্রী ওরফে জ্যাজ-এর কথার সূত্র ধরে পর্দার সয়ম্ভু ওরফে সৌম্যদীপ। বললেন, 'আমার চরিত্রটা একজন ক্রাইম ব্রাঞ্চে স্পেশাল অফিসারের।' সৌম্যদীপ বলছেন, 'এই ধারাবাহিকে যথেষ্ট অ্যাকশন রয়েছে। এই চ্যানেলের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আশা করছি সবার ভালো লাগবে।' ধারাবাহিকের প্রেক্ষাপট কিছুটা এমন.. আর পাঁচটা মেয়ের মতোই খুব সাদামাটা একটা মেয়ে এই জগদ্ধাত্রী। সৎ মা, সৎ বোন আর ঠাকুমাকে নিয়েই তার সংসার। জগদ্ধাত্রী ভীষণ একা। সংসারের যাবতীয় কাজ করা সত্ত্বেও তার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সৎ মা। একমাত্র ঠাকুমা ছাড়া কেউই তাকে পছন্দ করে না। এই ঠাকুমাই আগলে রাখে জগদ্ধাত্রীকে । সংসারের সব কাজ সামলে একটি মুক ও বধির মেয়েদের এনজিওতে কাজ করে জগদ্ধাত্রী । কিন্তু এই পরিবারের বাইরে জগদ্ধাত্রীর অন্য পরিচয় রয়েছে, তা প্রকাশ পাবে ধীরে ধীরে।