লাল মেঝে, বেত-কাঠের আসবাব, চোখ জুড়নো বাড়ির অন্দরমহলের ছবি শেয়ার করে নিলেন সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ী।

নীল জানলার বাইরে সবুজের সমারোহ, কাঠের আসবাব ও বেতের সোফা, কুশন, অন্দরসজ্জায় ব্যবহার করা হয়েছে সাদামাটা সাজ।

ওপেন কিচেনের ডিজাইন করা হয়েছে একেবারে জানলা লাগোয়া। কাঠের ডাইনিং টেবিলের অপরের অংশের কাচে অবশ্য আধুনিকতার ছোঁয়া।

আলো আসার জন্য জানলা দরজায় ব্যবহার করা হয়েছে সাদা পর্দা, মেঝেতে পাতা সাবেকি কার্পেট।

বৈঠকখানায় প্রচুর জানলা ঘরের শোভা বাড়িয়েছে, রয়েছে পর্যাপ্ত বইও। স্টাডি টেবিলের ওপরে কাঠের তাকের সাজও নজরকাড়া।

বাড়িতে সাবেকি হলুদ আলোর ব্যবহার পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। টেবিল ল্যাম্প থেকে শুরু করে সিলিংয়ের আলো, বেশিরভাগই হলুদ।

সিলিংয় সাজাতে ব্যবহার করা হয়েছে পাখির পুতুল, ঝকঝকে লাল মেঝে আর সাদা দেওয়াল জুড়ে রোদের খেলা।

বাড়ির সামনের বাগানে প্রচুর গাছ রয়েছে, বাইরের দেওয়ালে সাবেকি হলুদ রঙ।

সাহানার বাড়ির এই অন্দরসজ্জা ছিমছাম হলেও নজরকাড়া, পুরনো বাড়ি সাজানোর জন্য এমন আসবাব ব্যবহার করেত পারেন আপনিও।

গ্রিল ঘেরা বারন্দায় বসার জন্য অগোছালোভাবে রাখা দুটো বেতের মোড়াতেও যেন সাবেক ছোঁয়া।