সবে মন দেওয়া নেওয়া হয়েছিল, তার মধ্যেই বিচ্ছেদের ছায়া ফের খবরের শিরোনামে রাখি সাওয়ন্তের ব্য়ক্তিগত জীবন ব্যবসাীয় আদিল দুরানির সঙ্গে সম্প্রতি সম্পর্ক গড়ে ওঠে রাখির রাখির থেকে ছ’বছরের ছোট আদিল, একসঙ্গে ঘোরাফেরাও করেন এমনকি প্রেমের প্রস্তাবে আদিল BMW উপহার দেন বলেও খবর সেই আদিলই নাকি বেপাত্তা, দেখা করছেন না রাখির সঙ্গে আদিলের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে উড়ে যান রাখি কিন্তু আদিল নাকি আসেননি! প্রকাশ্যেই জানিয়েছেন রাখি দু’ঘণ্টা বিমানবন্দরে কেঁদেছেন, তাতে কাজলও নাকি ঘেঁটে যায়! রাখির সাফ বক্তব্য, আর আদিলকে ফোন করবেন না কিন্তু আদিলের দাবি, সামান্য ব্যাপার, ভুল বোঝাবুঝি কেটে যাবে